পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ         

       
জেলা  :   à¦—োপালগঞ্জ
উপজেলা  :   à¦Ÿà§à¦™à§à¦—িপাড়া

বাংলাদেশের স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি এখানে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলে এই স্থানটিতেই সমাধিস্থ করা হয়। পরবর্তীতে ১৯৯৯-২০০০ সালে এই সমাধিস্থলটিতে নির্মিত হয় একটি আধুনিক সমাধি সৌধ। সমাধি সৌধটি আধুনিক স্থাপত্যকলায় বর্গাকারে নির্মিত। এখানে রয়েছে বঙ্গবন্ধু ভবন জাদুঘর। সমাধি কমপ্লেক্সের ভেতর দেখতে পাবেন ফুলের বাগান আর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ছোট ছোট টিলা। এখানে দেখতে পাবেন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পৈত্রিক নিবাস।




.         

জাতির জনকের এই সমাধি সৌধটি দেখতে যেতে হলে গোপালগঞ্জ জেলা হতে টুঙ্গিপাড়া উপজেলা বাসস্ট্যান্ডে নেমে রিক্সা, ভ্যান বা অন্য কোন যানবাহনে যেতে হবে।



Last Updated Date of This Artical : 0000-00-00



      Share This on FB          


গোপালগঞ্জ  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

গোপালগঞ্জ  জেলার হোটেল/মোটেল  

গোপালগঞ্জ  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

গোপালগঞ্জ  জেলার রিসোর্ট  

গোপালগঞ্জ  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Gopalganj Sadar     :     OC Gopalganj Police Station     :     01713-373572
Kashiani     :     OC Kashiani Police Station     :     01713-373574
Kotalipara     :     OC Kotalipara Police Station     :     01713-373575
Muksudpur     :     OC Maksudpur Police Station     :     01713-373573
Tungipara     :     OC Tungipara Police Station     :     01713-373576

গোপালগঞ্জ  জেলার ট্যুরিস্ট পুলিশ  
Tungipara   (Gopalganj-Tungipara Zone )
Tungipara, Gopalganj Zone Office, Word no - 05, Holding no - 05,Tungipara, Gopalganj
01769-693020, 01715-588777


গোপালগঞ্জ  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান