গোপালগঞ্জ জেলার প্রাচীনতম স্থাপনা সমূহের মধ্যে সেন্ট মথুরানাথ এ জি চার্চ অন্যতম। চার্চটি গোপালগঞ্জ জেলা সদরের থানাপাড়ায় অবস্থিত। ১৮৭৫ সালে সেন্ট মথুরানাথ বসু নামের এক খ্রিস্টান ব্যক্তি এটি নির্মাণ করেছিলেন।
Last Updated Date of This Artical : 0000-00-00