এডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য অতি পছন্দের স্থান হতে পাবে এই আমিয়াখুম ও সাতভাইখুম ঝর্ণা স্পট। বান্দরবন জেলার থানচি উপজেলায় আছে এই ঝর্ণাধারা দুটি। এখানে যেতে হলে পাহাড় উঠানামা করার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। পাহাড়ি বনের ভেতর দিয়েও যেতে হবে। পথে পড়বে পাথুরে নদী। সেই সঙ্গে আছে পাহাড়ি বন্য প্রাণী আর বিষাক্ত সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। থাকতে হবে প্রচুর হাঁটার অভ্যাস। সঙ্গে অবশ্যই একজন স্থানীয় গাইড তো থাকতেই হবে। এই দুটি ঝর্ণাধারা দেখতে চাইলে ৪ থেকে ৫ দিন হাতে সময় নিয়ে যাওয়াই ভাল হবে। উপভোগ করতে পারবেন পাহাড়ি সৌন্দর্যের সবটুকুই।
Last Updated Date of This Artical : 0000-00-00