মহান মুক্তিযোদ্ধের বীর সেনা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর (বর্তমানে রউফ নগর) গ্রামে জন্ম গ্রহন করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্ব এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীদের মধ্যে যে ৭জন কে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সন্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়, তাদের একজন হলেন শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। মুন্সী আব্দুর রউফ এর মাতার নাম মোছাঃ মকিদুননেছা এবং পিতার নাম মুন্সী মেহেদী হোসেন। আব্দুর রউফ ১৯৬৩ সালের ৮ মে তারিখে তৎকালীন ইষ্ট পাকিস্তান রাইফেলস বাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ৮নং রেজিমেন্ট এর অধীনে ছিলেন।
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি দেখতে হলে আপনাকে মধুখালী উপজেলার থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রউফ নগর গ্রামে যেতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00