বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়টি বান্দরবন জেলায় বান্দরবন থেকে মেঘের রাজ্য নীলগিরি যাওয়ার পথে পড়বে। অনেকেই আবার এই স্পটটিকে পাহাড়ের রানীও বলে থাকেন। কারও কারও কাছে কালো পাহাড় হিসেবেও পরিচিত। সারা বছরই পর্যটকরা এখানে ঘুরতে আসেন। সারা বছরই এই স্থানটিতে শীতল ভাবটি থেকে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ফুটের বেশি উঁচুতে এই স্থানটি। এখানে থাকতে চাইলে তার ব্যবস্থাও রয়েছে। এখানে ঘুরতে আসলে হঠাৎ করেই মেঘের দল এসে আপনাকে ভিজিয়ে চলে যাবে। তবে, এখানে এসে যদি মেঘ ছুয়ে দেখতে চান, বৃষ্টির মৌসুমে আসলেই ভাল।
Last Updated Date of This Artical : 0000-00-00