রাজধানী ঢাকায় অবস্থিত দেশের প্রধান ডাক অফিসে (জিপিও) এই ডাক জাদুঘরটি রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে অদ্যবধি ব্যবহৃত সকল ডাকটিকেটের সংগ্রহশালা এটি। শুধু ডাকটিকেট নয় এই জাদুঘরে আরও প্রদর্শিত হয়েছে প্রাচীন আমল থেকে আজ পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাকবাক্স, ডাক প্রহরীদের বর্ম, ফ্রাংকিং মেশিন ইত্যাদি। শুধুমাত্র দেশীয় ডাকটিকেট নয়, জাদুঘরটিতে স্থান পেয়েছে বিশ্বের প্রায় সকল দেশের কয়েক হাজার ডাকটিকেটও। বাংলাদেশ ডাক বিভাগ এই জাদুঘরটি পরিচালনা করছে। ১৯৬৬ খ্রিষ্টাব্দে অতি ক্ষুদ্র পরিসরে এই জাদুঘরটি চালু হলেও ১৯৮৫ খ্রিষ্টাব্দে এটি নতুন রূপে ঢেলে সাজানো হয়। কালক্রমে এই জাদুঘরটিতে বাংলার ঐতিহ্য, ইতিহাস ডাকটিকেটের মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস তা অদ্যবধি অক্ষুন্ন রেখেছে।
Last Updated Date of This Artical : 0000-00-00