ঢাকাস্থ বাংলাদেশ সচিবালয় ও প্রধান ডাকঘরের নিকটে অবস্থান এই জিরো পয়েন্টের। এর বর্তমান নাম শহীদ নূর হোসেন চত্বর। ঢাকা মহানগরীর মুল কেন্দ্র বিন্দু হিসেবে ধরা হয় এই স্থানটিকে। শুধু বাংলাদেশ নয় বিদেশের দূরত্ব পরিমাপের জন্যও এটিকে কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়।
Last Updated Date of This Artical : 0000-00-00