ঢাকার সিংটোলাতে অবস্থিত ৩ গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ এই সিতারা বেগম মসজিদ। মসজিদটি ১৮১৫ থেকে ১৮১৯ খ্রিষ্টাব্দের কোন এক সময়ে নির্মিত। সেতারা বেগম নামক এক মহিলা তৎকালীন একজন বিখ্যাত জমিদার গোলাম মোহাম্মদ এর মৃত্যুর পর স্বামীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন।
Last Updated Date of This Artical : 0000-00-00