ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি ঢাকা মেডিক্যাল কলেজ গেট সংলগ্ন এলাকায় অবস্থিত। বিশ্বে ভাষার জন্য জীবন উৎসর্গকারী একমাত্র দেশ হিসেবে পরিচিত এই দেশ বাংলাদেশ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা জন্য আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেশ কয়েকজন আন্দোলনকারী। তাদের স্মরনে প্রতি বছর এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিনটিতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীরা তাদের নিজ ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয় এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যামে বাংলাদেশ নামের এক নতুন দেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।
Last Updated Date of This Artical : 0000-00-00