ঢাকার হাইকোর্ট ভবনের উল্টোদিকে শতবর্ষী এই স্থাপনাটি রয়েছে। ১৯২০ খ্রিষ্টাব্দে ইংরেজদের কুটিরের আদলে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। অদ্যবদি এটি পূর্বের ন্যায়ই রয়েছে। নির্মাণকালীন সময় থেকে এর কোন পরিবর্তন ঘটে নি। বর্তমানে এটি সিরডাপের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
Last Updated Date of This Artical : 0000-00-00