ঢাকার চকবাজারে অবস্থিত জামে মসজিদের নিকট চুড়ির হাট এর বেলওয়ারী চুড়ি প্রস্তুতকারীদের মহল্লায় এই মসজিদটি রয়েছে। মসজিদটি আয়তাকারে নির্মিত। মসজিদের ৪ কোনে ৪ টি মিনার রয়েছে। শাহ সুজার শাসনামলে ১৬৪৯ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বেগ এই মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে এটি একটি আধুনিক মসজিদ।
Last Updated Date of This Artical : 0000-00-00