লালবাগ কেল্লার অভ্যন্তরে বর্তমানে যে ইমারতটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে তা মূলত হাম্মামখানা ও দরবার কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এটি একটি দ্বিতল বিশিষ্ট ইমারত। ইমারতটির নিচের তলায় এই হাম্মামখানা ও দরবার কক্ষটি ছিল। দোতলায় নবাব শায়েস্তা খান বসবাস করতেন। বর্তমানে জাদুঘরটিতে রয়েছে মোঘল আমলের শেষ সময়ের ব্যবহৃত নানা ধরনের তলবারি, ঢাল, চিনা মাটির পাত্র, পোশাক, তীর-ধনুক, পিস্তল, বন্দুক, মুদ্রা সহ কিছু দুর্লভ পাণ্ডুলিপি।
Last Updated Date of This Artical : 0000-00-00