রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারের রাজা বাবুর মাঠ নামক একটি স্থানের পাশেই রাজা বাবুর বাড়ী ও লক্ষ্মী নারায়ণের মন্দিরটি অবস্থিত। এই রাজা বাবুর প্রকৃত নাম ছিল কৃষ্ণ প্রসাদ। রাজা বাবুর বাড়িটি একটি দ্বিতল ইমারত। নিচের তলায় রয়েছে ২টি কামরা। ইমারতের দ্বিতীয় তলাতেও দুটি কক্ষের মধ্যে একটি নাচঘর ছিল। নাচঘরটি ছিল খুবই দৃষ্টিনন্দন। এর দেয়াল ছিল অতি সুন্দর কারুকার্য খোঁচিত। অপর কামরায় একটি সিংহাসনের উপর বসানো আছে একটি লক্ষ্মী নারায়নের মূর্তি। সিংহাসনটি কাঠ ও রূপার তৈরি।
Last Updated Date of This Artical : 0000-00-00