নানান প্রজাতির দেশীয় ও বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশ হতে আনা উদ্ভিদের সংগ্রহশালা বা জাদুঘর এই গার্ডেনটি। পুরাতন ঢাকার ওয়ারীতে অবস্থিত এই বিরল সংগ্রহশালাটির। বলদার প্রখ্যাত জমিদার 'নরেন্দ্র নারায়ন রায় চৌধুরী' ১৯০৯ খ্রিষ্টাব্দে ৩.৩৮ একর জমির উপর এই গার্ডেনটি প্রতিষ্ঠা করেন। এটি জাতীয় উদ্যানের একটি স্যাটেলাইট উদ্যান। প্রায় ১৮ হাজার দেশী-বিদেশী উদ্ভিদ নিয়ে এই গার্ডেনটির যাত্রা শুরু। এই গার্ডেনের প্রধান আকর্ষণ হলো শঙ্খ নদ, পুকুর ক্যামেলিয়া, সূর্য ঘড়ি ইত্যাদি।
Last Updated Date of This Artical : 0000-00-00