ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রয়েছে এই সমাধি সৌধটি। এটি হলুদ রং করা গম্বুজাকৃতির একটি ছোট ঘর। গ্রিকরা ব্যবসার জন্য এদেশে এসেছিল, কিন্তু খুব একটা সুবিধা করতে না পেরে এখান থেকে ব্যবসা গুটিয়ে চলে যায় তারা। চলে যাওয়ার পূর্বে তাদের মধ্যে যারা এদেশেই মারা গিয়েছিলেন তাদেরকে এদেশেই সমাহিত করেছিলেন। তাদের সমাধিস্থলটি কোথায় ছিল তা সঠিকভাবে না জানা গেলেও একটি সমাধি সৌধ এখনো টিকে রয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। ডিমিট্রিইয়াস নামে উনিশ শতকের এক গ্রিক পরিবারের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়েছিল বলে জানা যায়। স্মৃতি সৌধের ভিতরে কালো প্লেটে রয়েছে ১০টি মনুমেন্ট। এর মধ্যে ৬ টি গ্রিক ভাষায় এবং ৪টি ইংরেজি ভাষায় লেখা ছিল।
Last Updated Date of This Artical : 0000-00-00