দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর এটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে সোহরাওইয়ার্দী উদ্যানের স্বাধীনতা কমপ্লেক্সে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। মাটির নীচে প্রায় ২৫ ফুট গভীরে এই জাদুঘরটি দ্বিতল একটি ভবন। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল ঐতিহাসিক ঘটনাবলীর ইতিহাস চিত্র দেখতে পাওয়া যাবে এই জাদুঘরটিতে। ২০১১ সালে জাদুঘরটির যাত্রা শুরু হয়।
Last Updated Date of This Artical : 0000-00-00