রাজধানী ধাকার নীলক্ষেত এলাকায় নিউমার্কেট ও বলাকা সিনেমা হলের সামান্য পূর্ব দিকে মোঘল আমলে নির্মিত এই প্রাচীন মসজিদটি দেখতে পাবেন। এটি একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের পূর্ব দেয়ালে ৩ টি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে ১ টি করে প্রবেশপথ কয়েছে। পশ্চিম দেয়ালে আছে ৩ টি মিহরাব। মসজিদের ৪ কোনে ৪টি আটকোনাকার মিনার আছে। ১৭০৬ খ্রিষ্টাব্দে মরিয়ম সালেহ নামক এক মহিলা এই মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়। মসজিদের সামনে একটি বারান্দা রয়েছে, যা নির্মাণ কালে ছিল না।
Last Updated Date of This Artical : 0000-00-00