কর্মব্যস্ত রাজধানী ঢাকা শহরের বিনোদন স্পটগুলোর মধ্যে হাতিরঝিল অন্যতম। এশিয়ার সর্ববৃহৎ ফোয়ারাটি দেখতে পাবেন এখানে। নানা রঙের পানির ছটা চারদিকে ছড়িয়ে দিবে এই ফোয়ারাটি। মনে হতে পারে কোন ইউরোপ-আমেরিকায় এসে পরেছেন। ১,৯৮০ বর্গমিটারের এই রঙ্গিন ফোয়ারার পানি সর্বোচ্চ ৮০ মিটার পর্যন্ত উঠতে পারে। সন্ধ্যার পর বর্ণিল পানির ছটায় হারিয়ে যাবেন এক কল্পনার জগতে।
Last Updated Date of This Artical : 0000-00-00