১৮৭৬ খ্রিষ্টাব্দে বর্তমান ঢাকার ফরাসগঞ্জে তৎকালীন ভারত বর্ষের বড় লাট লর্ড ব্রুকের ঢাকা আগমনকে কেন্দ্র করে এই নর্থব্রুক হলটি নির্মিত হয়। ভবনটির রং লাল। একারনে ভবনটি লালকুঠি নামেও পরিচিত। হলটি তৎকালীন সময়ে নগর মিলনায়তন হিসেবে নির্মাণ করা হয়েছিল। নর্থব্রুক হলটি মোঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর ছোঁয়া দেখা যায়। হলটি নির্মাণের দু'বছর পর ১৮৮২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে হল প্রাঙ্গণেই গড়ে তোলা হয়েছিল একটি লাইব্রেরী। ঢাকায় অবস্থানরত বাসিন্দাদের জ্ঞান চর্চার জন্য জনগনের টাকায় স্থাপিত হয়েছিল এই লাইব্রেরীটি।
Last Updated Date of This Artical : 0000-00-00