পুরাতন ঢাকার আর্মানিটোলায় অবস্থিত এই চার্চ বা গির্জাটি। ১৭৮১ সালে এই গির্জাটি নির্মিত হয়। জনশ্রুতি আছে, আর্মানীয়রা এই গির্জাটি নির্মাণ করেন। ব্যবসা-বানিজ্যের জন্য এদেশে কালক্রমে অনেক জাতির আগমন ঘটেছিল। এদের মধ্যে আর্মানীয়রা ছিল অন্যতম।
Last Updated Date of This Artical : 0000-00-00