বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অলংকৃত মসজিদ এটি। চোখ ধাঁধানো নকশায় অলংকৃত এই কশাইটুলি মসজিদটি ঢাকার আর্মানিটোলার নিকট কশাইটুলিতে অবস্থিত। আব্দুল বারী বেপারী নামের এক ধনাঢ্য ব্যবসায়ী ১৯১৯ খ্রিষ্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। এটি একটি আয়াতাকার ইমারত। পরবর্তীতে এটি সংস্কার করা হয় এবং প্রচুর কারুকার্য করা হয়। মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। মসজিদের অভ্যন্তরের পশ্চিম দেয়ালে ৩ টি সুদৃশ্য অলংকৃত মিহরাব রয়েছে। পূর্ব দেয়ালে ৩ টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের অলংকরণ ক্রা হয়েছে চিনি টিকরি পদ্ধতিতে। চিনি টিকরি পদ্ধতি হলো রঞ্জিত মৃৎপাত্রের টুকরো দিয়ে নকশা তৈরি করে অলংকার করা। খাঁজ কাটা গম্বুজ, ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা, আরবি লিপির অলংকরণ, ছোট গোলাপের নকশা, আঙ্গুরের থোকা, টবের ফুল ইত্যাদি নকশা দেখা যাবে মসজিদের ভেতর ও বাহিরের দেয়ালে।
Last Updated Date of This Artical : 0000-00-00