রাজধানী ঢাকার ধানমণ্ডি থানার নতুন ৮নং সড়কে, যা ৭ নম্বর সড়ক নামে পরিচিত এর পাশেই এই প্রাচীন ঈদগাহ ময়দানটি রয়েছে। এটি প্রাচীর ঘেরা একটি ময়দান। ১৬৪০ খ্রিষ্টাব্দে শাহ্ সুজার শাসনামলে মীর আবুল কাশেম এটি নির্মাণ করেন। ঈদগাহটির প্রথম নাম ছিল মুঘল ঈদগাহ। ঢাকার ঐতিহ্যবাহী আরেক নিদর্শন বড় কাটরার স্থপতিও ছিলেন মীর আবুল কাশেম।
Last Updated Date of This Artical : 0000-00-00