বান্দরবন শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বান্দরবন-কেরানীহাট সড়কের পাশে হলদিয়া নামক স্থানে এই লেকটি রয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই লেকটি। লেকটির চারপাশে পাহাড়ি গাছগাছালিতে ভরপুর। বান্দরবন শহর থেকে লোকাল বাস কিংবা রিজার্ভ গাড়িতে যেতে পারবেন এই স্থানটিতে। শীত মৌসুমে এখানে প্রচুর পর্যটকদের আগমন ঘটে।
Last Updated Date of This Artical : 0000-00-00