কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার ডুলহাজরায় দেশের অন্যতম এই সাফারি পার্ক অবস্থিত। এটি দেশের প্রথম সাফারি পার্ক। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশেই এই সাফারি পার্কটি অবস্থিত। এটি বিলুপ্তপ্রায় প্রাণীদের এক অভয়ারণ্য। প্রতিটি প্রাণীর স্বাধীনভাবে বিচরণের জন্য রয়েছে আলাদা আলাদা বেষ্টনী। এখানে তৈরি করা হয়েছে পর্যটন টাওয়ার। শীত মৌসুমে দেশের দূর-দূরান্ত থেকে শিক্ষা সফর ও পিকনিকের জন্য এই স্থানটিতে ছুটে আসে। প্রায় ৯০০ হেক্টর এলাকা নিয়ে এই সাফারি পার্কটি গড়ে তোলা হয়েছে। পর্যটন রাজধানী নামে খ্যাত কক্সবাজার জেলা শহর থেকে এই সাফারি পার্কটির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
Last Updated Date of This Artical : 0000-00-00