কক্সবাজার জেলার রামু উপজেলার রামকোট নামক স্থানে এই বিহারটি দেখতে পাবেন। বিহারটিতে স্থাপিত বৌদ্ধ মূর্তিটি খুবই প্রাচীন। স্থানীয়দের মতে, মূর্তিটি খ্রিষ্টপূর্ব সময়ের হতে পাবে। জনশ্রুতি আছে, বিহার ও মূর্তিটি সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান বুদ্ধ এই স্থানে পদার্পণ করেছিলেন। এ কারনে, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বিহারের এই স্থানটি একটি পবিত্রস্থান। পাহাড় ঘেরা অরণ্যের মধ্যে এই মন্দিরটির অবস্থান বলে পর্যটকদের একটি আকর্ষণীয় পর্যটন স্পটে পরিনত হয়েছে এই বিহারটি।
Last Updated Date of This Artical : 0000-00-00