বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত এই মহেশখালী দ্বীপটি। কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এই দ্বীপটির অবস্থান। ইঞ্জিনচালিত নৌকায় যেতে হবে এই দ্বীপটিতে। সময় লাগবে মাত্র এক থেকে দেড় ঘণ্টা। পাহাড়-সমুদ্র এই দুইয়ের এক অপূর্ব মিলন ঘটেছে এই দ্বীপে। দ্বীপটির চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। দ্বীপটির পাহাড়ি বনের কলতান, সমুদ্রের গর্জন ভ্রমণকারীদের চোখ এবং মনে যেন এক প্রশান্তি এনে দেয়। এখানে হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান আদিনাথ মন্দির।
Last Updated Date of This Artical : 0000-00-00