বান্দরবন শহরের সচেয়ে কাছাকাছি উঁচু পাহাড় এই নীলাচল। শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই রয়েছে এই নীলাচল স্পটটি। এখান থেকে উপভোগ করতে পারবেন প্রায় পুরো বান্দরবন শহরটি এবং এর আশেপাশের পাহাড় আর পাহাড়ি প্রকৃতি। রাতে এই স্থান থেকে বান্দরবন শহরটাকে আরো সুন্দর দেখায়। শহর জুড়ে রাতের বৈদ্যুতিক আলোগুলো যেন জ্বলমল করে। রয়েছে একটি ওয়াচ টাওয়ার। অনেকেই এই স্থানটিকে বাংলার দার্জিলিং হিসেবে অভিহিত করে। মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায় এখানে। এখানে আসার জন্য আপনি গাড়ি ভাড়া করতে পারেন। আর যদি পাহাড়ের উঁচু নিচু পথে হেঁটে যেতে চান, তবে হেঁটে যেতে পারেন।
Last Updated Date of This Artical : 0000-00-00