কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় এই ইনানী সমুদ্র সৈকতটি রয়েছে। কক্সবাজার সদর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে রয়েছে এই সৈকতটি। এটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকেও আকর্ষণীয় একটি স্পট। এই সৈকতের একদিকে বিস্তীর্ণ জলরাশি অন্যদিকে পাহাড় আর সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবে। রয়েছে অসংখ্য প্রবাল পাথরের সমারোহ। দেখতে পাবেন প্রচুর শৈবালও। সেই সঙ্গে বন্যপ্রাণী, পাখির কলরহ এবং সমুদ্রের কলতান সবকিছু মিলে আপনাকে নিয়ে যাবে প্রকৃতির নিজস্ব এক ভুবনে।
Last Updated Date of This Artical : 0000-00-00