কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়নে এই সোনাদিয়া দ্বিপটি রয়েছে। কক্সবাজার শহর থেকে নৌপথে ৭ কিলোমিটার দূরে রয়েছে এই দ্বিপটি। ইঞ্জিনচালিত নৌকাই একমাত্র যাতায়াত ব্যবস্থা এই দ্বীপে যাওয়ার জন্য। কিছু জেলে পরিবার ব্যতিত এই দ্বীপটিতে কেউই নিয়মিত বসবাস করে না। সাগরের বিশাল বুক চিঁড়ে জেগে উঠা এই দ্বীপে প্রচুর বুনোহাঁস ও পানিহাঁসের দেখা মিলবে। শীত মৌসুমে আগমন ঘটে প্রচুর অতিথি পাখির। ঝিনুক, মুক্তা আর শামুকের প্রাচুর্যতা দেখতে পাবেন এই দ্বীপে। দেখা মিলবে অসংখ্য লাল কাঁকড়ার। সোনাদিয়া দ্বীপটি প্যারাদ্বীপ নামেও পরিচিত। এই দ্বীপের ঝাউবনটি পৃথিবীর সবচেয়ে বড় ঝাউবন। ৩ দিকে সমুদ্র সৈকতে ঘিরে রাখা এই দ্বিপটির আয়তন মাত্র ৯ বর্গকিলোমিটার।
Last Updated Date of This Artical : 0000-00-00