কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাংলাদেশ-মায়ানমার সিমান্তে নাফ নদীর মধ্যখানের একটি ছোট্ট দ্বীপ এই জালিয়ার দ্বীপ। এটি পর্যটন প্রেমীদের জন্য অন্যতম একটি বিনোদনের স্পট। এখানে পাহাড়-নদী-দ্বীপের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে নাফ ট্যুরিজম পার্ক।
Last Updated Date of This Artical : 0000-00-00