পারকী সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অনোয়ারা উপজেলায় অবস্থিত। কর্ণফুলী নদীর মোহনায় এই সৈকতটি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে এই সৈকতটি পারকীর চর নামেই পরিচিত। এটিকে মিনি সমুদ্র সৈকত বললেও ভুল হবে না। এই সৈকতে রয়েছে বিস্তীর্ণ এক ঝাউবন। ১৯৯৩-১৯৯৪ সালে বন বিভাগ এই অঞ্চলের উপকূলীয় এলাকাকে সামুদ্রিক ঝড়ের কবল থেকে রক্ষার জন্য প্রায় ৮০ একর বিস্তীর্ণ একালায় ঝাউবনের একটি প্রকল্প হাতে নেয়। পরবর্তীতে ধীরে ধীরে এটি পরিনত হয় এক আকর্ষণীয় ভ্রমণ স্পটে। পর্যটকদের আনাগোনা বাড়তে থাকলে এখানে ধীরে ধীরে গড়ে উঠে বেশ কয়েকটি আবাসিক হোটেল, খাবারের হোটেল, ফাস্ট ফুডের দোকান। চাইলে কিনতে পাবেন ঝিনুক-শামুকের তৈরি নানা ধরনের সাজসজ্জার উপকরন, পরিধেয় বস্ত্র সামগ্রী। এই সমুদ্র সৈকতের যাত্রা পথে পাহাড়, সবুজ বন আপনাকে মুগ্ধ করবে।
Last Updated Date of This Artical : 0000-00-00