পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


খুনিয়া দিঘি
ঠাকুরগাঁও >>  রাণীশংকৈল

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা সদরের খুব কাছেই ভাণ্ডারা গ্রামে রয়েছে এই দিঘিটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক এদেশের মুক্তিকামী মানুষদের হত্যা করে এই দিঘিটিতে ফেলে রাখা হত। জানা যায়, প্রায় দুই হাজারেরও অধিক মুক্তিকামী এবং নিরহ বাঙ্গালীকে হত্যা করে এই দিঘিতে ফেলে রাখা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দিঘিটির নীল জল পাকিস্তানের হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের কারনে রক্তের লাল রঙে রঞ্জিত ছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের নিষ্ঠুরতম কালো অধ্যায়ের এক নিরব সাক্ষী এই খুনিয়া দিঘি। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বধ্যভূমি স্মৃতিসৌধ
ঢাকা >>  মোহাম্মদপুর (থানা)

ঢাকার রায়ের বাজারের ইটাখোলায় রয়েছে এই স্মৃতিসৌধটি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধচলাকালীন সময়ে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা মিলে যুদ্ধের শেষ সময়ের দিকে এদেশের হাজারও বুদ্ধিজীবীদের ধরে হত্যা করে। তাদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। প্রায় সাড়ে ৩ একর এলাকা জুড়ে এই স্মৃতিসৌধটির অবস্থান। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ
মৌলভীবাজার >>  কমলগঞ্জ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যা সাত বীর শহীদকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সন্মানে ভূষিত করা হয়েছে, তাদের একজন হলেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান। তিনি ১৯৫৩ ইংরেজী সনের ২ ফেব্রুয়ারী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারী তৎকালীন সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।
১৯৭১ সনের অক্টোবর মাসের শেষ দিকে মৌলভীবাজার জেলাস্থ কমলগঞ্জ উপজেলার চা বাগানের ধলই সীমান্ত চৌকিতে হানাদার পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। এই যুদ্ধে তিনি পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীর প্রায় ভিতরে প্রবেশ করে আক্রমন শুরু করেন। এসময় শত্রুদের পরাস্ত করতে পারলেও পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীর এক গুলি তার শরীরে এসে বিঁধলে সেখানে তিনি শহীদ হন। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে সমাধিস্থ করা হয়েছিল। পরবর্তীতে তাঁর দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। তার স্মৃতি স্মরনে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধি
চাঁপাই নবাবগঞ্জ >>  শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ প্রাঙ্গনে এই বীর সেনাকে সমাধিস্থ করা হয়েছে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

নাটুদহ আটকবর কমপ্লেক্স
চুয়াডাঙ্গা >>  দামুড়হুদা

এটি মুক্তিযুদ্ধ বিজড়িত একটি স্থান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ৮ বীর মুক্তিযোদ্ধার কবর এটি। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার প্রায় শেষ সীমানায় এই স্থানটি দেখতে পাবেন। অনেকটা বৃত্তাকারে নির্মাণ করা হয়েছে এই সমাধিসৌধটি। সমাধিসৌধে ৮টি কবর দেখতে পাবেন। কবরগুলো বীর মুক্তিযোদ্ধা হাসান জামান, খালেদ সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন এবং আফাজ উদ্দিনের। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

1  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান