পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক
গাজীপুর >>  শ্রীপুর

গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দ্রপুরে দেশের অন্যতম সাফারী পার্ক এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক। এটি দেশের দ্বিতীয় সাফারী পার্ক। আয়তনের দিক থেকে এটি দেশের বৃহত্তম সাফারী পার্ক। এখানে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় পার্কের তত্ত্বাবধানে চালিত গাড়ীতে ঘুরে দেখতে পাবেন সম্পূর্ণ পার্কটি। এসময় খুব কাছ থেকে বনের বাঘ, হরিণ, হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর অবাধ বিচরণ চোখে পড়বে। প্রকৃতিতে এসকল প্রাণী কেমনভাবে আচরণ করে তা দেখার সুবর্ণ সুবর্ণ সুযোগ পাবেন এই পার্কটি ঘুরে। বনের ভেতর ঘোরার সময় অবশ্যই পার্ক কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশনাবলী অবশ্যই পালন করতে হবে। অন্যথায়, হিংস্র বন্য প্রাণীর আক্রমণের শিকার হতে পারেন। প্রায় ৩৮১০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এই পার্কটি ২০১৩ সালে যাত্রা শুরু করে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

সাফারি পার্ক
কক্সবাজার >>  চকরিয়া

কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার ডুলহাজরায় দেশের অন্যতম এই সাফারি পার্ক অবস্থিত। এটি দেশের প্রথম সাফারি পার্ক। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশেই এই সাফারি পার্কটি অবস্থিত। এটি বিলুপ্তপ্রায় প্রাণীদের এক অভয়ারণ্য। প্রতিটি প্রাণীর স্বাধীনভাবে বিচরণের জন্য রয়েছে আলাদা আলাদা বেষ্টনী। এখানে তৈরি করা হয়েছে পর্যটন টাওয়ার। শীত মৌসুমে দেশের দূর-দূরান্ত থেকে শিক্ষা সফর ও পিকনিকের জন্য এই স্থানটিতে ছুটে আসে। প্রায় ৯০০ হেক্টর এলাকা নিয়ে এই সাফারি পার্কটি গড়ে তোলা হয়েছে। পর্যটন রাজধানী নামে খ্যাত কক্সবাজার জেলা শহর থেকে এই সাফারি পার্কটির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

1  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান