পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


ফানসিটি পিকনিক স্পট
ঠাকুরগাঁও >>  পীরগঞ্জ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি। এখানে বিভিন্ন রাইডারসহ রয়েছে একটি লেক। চাইলে ঘুরতে পারবেন এই লেকটিতে। এজন্যে আপনাকে প্যাডেল বোট ভাড়া করতে হবে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

রোজ গার্ডেন
ঢাকা >>  টিকাটুলি

টিকাটুলির কেএম দাস রোডে এই গার্ডেনটি রয়েছে। এটি বর্তমানে সিনেমা-নাটকের একটি অন্যতম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সত্তর দশকেও এটি চলচিত্র নির্মাণের একটি জনপ্রিয় স্পট ছিল। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

স্বপ্নপুরী
দিনাজপুর >>  ফুলবাড়ী

দিনাজপুরের এক ধনী ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন ১৯৮৯ সালে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আফতাবগঞ্জে এই বিনোদন স্পটটি নির্মাণ করেন। এই বিনোদন স্পটের প্রবেশ পথে আপনাকে স্বাগত জানাবে বিশালাকৃতির ডানাওয়ালা দুটি পরীমূর্তি। উঁচু দেয়াল ঘেরা এই বিনোদন স্পটের অভ্যন্তরে এখতে পাবেন একটি কৃত্রিম চিড়িয়াখানা। চিড়িয়াখানায় পশুপাখির মূর্তি দেখলে আপনার ননে হবে, এগুলো বাস্তব কোন জীবজন্তু। এসকল জীবজন্তুর মধ্যে প্রাণের ছোঁয়া রয়েছে। রয়েছে কাঠের তৈরি ফল-মূলের এক ব্যতিক্রমী সংগ্রহশালা। এসকল ফলমূল দেখলে মনে হবে এই মাত্র গাছ থেকে সংগ্রহ করা হয়েছে এসকল ফলমূল। এই বিনোদন স্পটটিতে রয়েছে বিশাল একটি লেক। আপনি চাইলে নির্দিষ্ট ফি এর বিনিময়ে লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন। এই স্পটটি পিকনিক স্পট ও চলচ্চিত্র বা নাটকের শুটিং স্পট হিসেবেও বেশ জনপ্রিয়। দিনাজপুর সদর থেকে এর দূরত্ব প্রায় ৫৩ কিলোমিটার। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

প্ল্যানেট ওয়ার্ল্ডস শিশু পার্ক
বরিশাল >>  বরিশাল সদর

বরিশাল জেলা শহরে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র এটি। মূলত শিশু আর কিশোর-কিশোরীদের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছে এই পার্কটি। পার্কটির অভ্যন্তরে মিনি চিড়িয়াখানার মত একটি ব্যবস্থা রয়েছে। বিভিন্ন পশু-পাখি রয়েছে এইখানে। এছাড়াও ছোটদের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন এই পার্কটিতে ঘুরে আসতে পাবেন কোন এক বিকেলে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

সাউদিয়া পার্ক সিটি
বগুড়া >>  শেরপুর

বগুড়া জেলার শেরপুর উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে এই বিনোদন স্পটটি রয়েছে। এটি একটি পিকনিক স্পটও। কৃত্রিম লেক, উদ্যান, মিনি চিড়িয়াখানা, শিশুপার্ক সহ বেশ কয়েকটি বিনোদন উপাদান রয়েছে স্পটটিতে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

আলাদীনস পার্ক
ময়মনসিংহ >>  ফুলবাড়ীয়া

আলাদিনস পার্ক মূলত একটি বেসরকারি বিনোদন কেন্দ্র। পিকনিক করার জন্যও এটি একটি আদর্শ স্থান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন নামক স্থানে এই বিনোদন কেন্দ্রটি রয়েছে। প্রায় ২৫ একর ভূমি জুড়ে গড়ে তোলা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি। এখানে বিনোদনের জন্য বিভিন্ন রাইডারের পাশাপাশি রয়েছে রয়েছে একটি সুইমিং পুল। রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। এখানে ঘুরতে আসতে হলে ফুলবাড়িয়া হতে সিএনজিতে করে আসতে পারবেন। ফুলবাড়িয়া উপজেলা হতে এই পার্কটির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। তবে ময়মনসিংহ হতেও সরাসরি গাড়ী ভাড়া করেও আসতে পারেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

তেপান্তর পিকনিক স্পট
ময়মনসিংহ >>  ভালুকা

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ীতে রয়েছে এই স্পটটি। অনেকেই আসেন এখানে পিকনিক করতে। বিনোদন মুলক এই স্পটটিতে দেখতে পাবেন নানা ধরনের ভাস্কর্য। স্পটটিতে আরও দেখতে দেখতে পাবেন বাহারি রঙয়ের ফুলের বাগান। এটি একটি শুটিং স্পটও। চলচ্চিত্র, নাটক এর শুটিং হয়ে থাকে এখানে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

গজনী অবকাশ কেন্দ্র
শেরপুর >>  ঝিনাইগাতী

শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি পর্যটক ও বিনোদন কেন্দ্র। শেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে ১৯৯৩ সালে এটিকে একটি মনোরম পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা ও লেক। ময়ূরপঙ্খী নৌকায় করে ঘুরতে পারবেন এই লেকটিতে। আছে প্যাডেল বোটও। ঘুরে দেখতে পারবেন পাহাড়ি বন। সমতল ভূমিতে উঁচু নিচু টিলা, বন, ঝর্ণার এক অপূর্ব মিলনকেন্দ্র এই স্পটটি। শীত মৌসুমে শিক্ষাসফর ও পিকনিক করার জন্য দূর-দূরান্ত থেকে এখানে আসেন অনেকেই। থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি কটেজ। তবে তা ব্যবহার করতে চাইলে পূর্বে থেকে শেরপুর জেলা প্রশাসক এর নিকট হতে অনুমতি নিয়ে নিতে হবে। স্পটটিতে নির্মিত মৎস্য কন্যার ভাস্কর্য সকল পর্যটকদের মুগ্ধ করে। গারো পাহাড়ের মনোরম দৃশ্য আর অবকাশ কেন্দ্রটি এক নজরে দেখতে চাইলে তার জন্য সেখানে রয়েছে একটি সুউচ্চ ...... সম্পূর্ণ অংশ পড়ুন

ফ'য়েজ লেক
চট্রগ্রাম >>  পাহাড়তলী (থানা)

চট্টগ্রাম শহরের উপকণ্ঠে পাহাড়তলী রেলস্টেশনের নিকট বিখ্যাত এই ফ'য়েজ লেক। প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার, পাহাড় আর সবুজের এক অপূর্ব পরিবেশে এই ফ'য়েজ লেক। এটি একটি বিনোদন স্পটও। লেকে ঘুরতে চাইলে আপনাকে নৌকা ভাড়া করতে হবে। পাশেই দেখতে পাবেন একটি চিড়িয়াখানা। লেকটি কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। তবে কেউ না বলে দিলে আপনার মনে হবে, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এই ফ'য়েজ লেক।
১৯২৪-১৯২৫ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে ইংরেজ প্রকৌশলী মি. ফয় এর পরিকল্পনা ও নকশার ভিত্তিতে তৈরি করা হয় এই ফ'য়েজ লেকটি। হ্রদটি সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল পাহাড়তলী রেলওয়ে কারখানার জন্য পানি সরবরাহ করা। ইতিহাস সুত্রে জানা যায়, এই পানি সরবরাহ সংক্রান্ত সমস্যা দূর করার লক্ষ্যে সে সময়ে ইঞ্জিনিয়ার ফয়'কে প্রধান করে Foy Water Scheme গঠন করা হয়েছিল। মিঃ ফয় বিভিন্ন সম্ভাবনাময় জরিপ চালিয়ে ১৯২৪-১৯২৫ সালে পাহাড়তলি নামক স্থানটির দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বাঁধ দিয়ে বিস্তীর্ণ এক কৃত্রিম জলাভূমির সৃষ্টি করেন। বাঁধটি প্রায় ১৩০ ফুট লম্বা এবং ৭০ ফুট উঁচু করে তৈরি করা হয়েছিল। মিঃ ফয় এর অবদানকে চির স্মরণীয় করে রাখার জন্য এই লেকটির নামকরন করা হয়েছিল ফয়'স লেক। পরবর্তীতে কালক্রমে লোকমুখে এই ফয়'স লেকটি ফয়েজ লেক নামে বেশি পরিচিতি পায়।
শুরুতে এই স্থানটি ঘন জঙ্গল থাকায় মানুষজনের আনাগোনা এখানে ছিল না। পরবর্তীতে ধীরে ধীরে এই হ্রদটিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে একটি বিনোদন কেন্দ্র। প্রকৃতিপ্রেমী আর দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকায় ১৯৯৩ সালে এই পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল মোহনা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। ধীরে ধীরে ফ'য়েজ লেকটি পর্যটন এবং বিনোদন স্পট হিসেবে খুবই পরিচিতি লাভ করে। ২০০৪ সালে এই স্থানটি পর্যটন মন্ত্রনালয়ের অধীনে চলে আসে। বেসরকারি প্রতিষ্ঠান কনকর্ড এর উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব পায়। আমূল পরিবর্তন সাধিত হয় এই পার্কটির। পরিনত হয় একটি আন্তর্জাতিক মানের এমিউজমেন্ট পার্কে। সমুদ্র পৃষ্ঠ থেকে হ্রদটির উচ্চতা প্রায় ৩০০ ফুট। চাইলে পার্কের হ্রদটিতে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন। পার্কের অভ্যন্তরেই রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকান ও স্টল। এই লেকটি বাংলাদেশের তথা দক্ষিন-পূর্ব এশিয়ার বৃহত্তম মানবসৃষ্ট স্বাদুপানির হ্রদ। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

পুষ্পদান
গাজীপুর >>  শ্রীপুর

গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে, গাজীপুরের বাকেয়া বাজার এলাকায় রয়েছে এই পুষ্পদান স্পটটি। এটি মূলত একটি পিকনিক ও শুটিং স্পট। এখানে রয়েছে হানিমুন কটেজও। কৃত্রিম লেক, পদ্মপুকুর, বিভিন্ন বন্য প্রাণীর ভাস্কর্য, গজারীর বন। সবকিছু মিলিয়ে কোলাহলমুক্ত একটি বিনোদন স্পট এই পুষ্পদান। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

1  2  Next  Last  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান