লালবাগ দুর্গ জাদুঘর
ঢাকা >> লালবাগ (থানা)
লালবাগ কেল্লার অভ্যন্তরে বর্তমানে যে ইমারতটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে তা মূলত হাম্মামখানা ও দরবার কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এটি একটি দ্বিতল বিশিষ্ট ইমারত। ইমারতটির নিচের তলায় এই হাম্মামখানা ও দরবার কক্ষটি ছিল। দোতলায় নবাব শায়েস্তা খান বসবাস করতেন। বর্তমানে জাদুঘরটিতে রয়েছে মোঘল আমলের শেষ সময়ের ব্যবহৃত নানা ধরনের তলবারি, ঢাল, চিনা মাটির পাত্র, পোশাক, তীর-ধনুক, পিস্তল, বন্দুক, মুদ্রা সহ কিছু দুর্লভ পাণ্ডুলিপি। ...... সম্পূর্ণ অংশ পড়ুন
আহসান মঞ্জিল জাদুঘর
ঢাকা >> ইসলামপুর
পুরাতন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকার ওয়াইজঘাট এর নিকটবর্তীতে আহসান মঞ্জিল নামের একটি রাজকীয় প্রাসাদ রয়েছে। আঠার কিংবা উনিশ শতক সময়ে হারিয়ে যেতে মন চাইলে ঘুরে আসতে পারেন এই স্থানটি । ১৯৮৫ সালে ঢাকার ব্রিটিশ আমলের নবাবদের এই প্রাসাদসম বাসভবনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। আঠার শতকের জমিদার শেখ এনায়েত উল্লা এই প্রাসাদটি প্রমোদ ভবন এর জন্য নির্মাণ করেছিলেন। পরবর্তীতে হাত ঘুরে এসে ভবনটি নবাব আব্দুল গনির নিকট হস্তান্তর হয়। ১৮৭২ খ্রিষ্টাব্দে নবাব আব্দুল গনি প্রাসাদটি পুনঃনির্মাণ ও সংস্করণ করে প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ'র নামে প্রাসাদটির নামকরণ করেন আহসান মঞ্জিল। উনিশ শতকের সময়কালে এই আহসান মঞ্জিল ছিল ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন একটি ভাবন। প্রাসাদটির বৈঠকখানা, দরবার গৃহ, তোষাখানা, গ্রন্থাগার, অতিথি কক্ষ, আবাসিক কক্ষ, ডাইনিং হল, বিলিয়ার্ড কক্ষ, নাচ ঘর, হিন্দুস্থানি কক্ষ, নহবতখানা ছিল। প্রাসাদটিতে ৩১ টি কক্ষ আছে। জাদুঘরের ২৩ টি গ্যালারীতে প্রদর্শন করা হয়েছে এখানে বসবাসরত রাজা-বাদশাহদের ব্যবহৃত আসবারপত্র ও সরঞ্জামাদি। এগুলোর মধ্যে নবাবদের ব্যবহৃত আলমারি, আয়না, মোমবাতি দানি, কাঁচ ও চীনামাটির তৈজসপত্র, কাচ ও কাঠের তৈরি ঝাড়বাতি, লৌহবর্ম, ঢাল-তলোয়ার, বিলিয়ার্ড বোর্ড, সিন্ধুক, পোশাক ইত্যাদি। জানতে পারবেন নবাব বাড়ীর আদ্যোপান্ত ইতিহাস। ...... সম্পূর্ণ অংশ পড়ুন
ময়মনসিংহ জাদুঘর
ময়মনসিংহ >> ময়মনসিংহ সদর
ময়মনসিংহ শহরের ময়মনসিংহ পৌরসভার নিকট অবস্থিত এই ময়মনসিংহ যাদুঘরটি। এই জাদুঘরে ময়মনসিংহের জমিদারদের অনেক স্মৃতি জড়ানো বিভিন্ন সামগ্রী রয়েছে। গৌরীপুর জমিদার বাড়ীর জমিদারদের ব্যবহৃত আসবারপত্র, মুক্তাগাছা জমিদার বাড়ীর তৈজসপত্র, আসবারপত্র, মহাদেব মূর্তি, নৃত্যরত মহাশ্রীধর মূর্তি (image of Mahashridhar in dance pose), মুক্তাগাছা জমিদারের প্রিয় দুটি হাতী শম্ভু ও শঙ্খ এর মাথার কংকাল, প্লাস্টার অব প্যারিস মূর্তি, শ্বেত পাথরের মূর্তি ইত্যাদি। জাদুঘরটি জমিদার মদন বাবুর বাড়ী ছিল। ১৯৬৯ সালে এটিকে 'ময়মনসিংহ জাদুঘর' নামে প্রতিষ্ঠিত করা হয়। ...... সম্পূর্ণ অংশ পড়ুন
ময়নামতি প্রত্নস্থল জাদুঘর
কুমিল্লা >> সদর দক্ষিন
ময়নামতি লালমাই এলাকা খননের ফলে আবিষ্কৃত প্রত্নবস্তুসমুহ প্রদর্শনের জন্য ১৯৬৫ সালে এই ময়নামতি প্রত্নস্থল জাদুঘরটির যাত্রা শুরু হয়। শালবন বিহারের দক্ষিন দিকে এই জাদুঘরটি দেখতে পাবেন। বিহার, মুড়া, প্রসাদ ও আশেপাশের বিভিন্ন স্থানের ভুমি নকশা এবং এসকল প্রত্নস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ধাতুলিপি ফলক, মাটির তৈরি প্রচুর খেলনা সামগ্রী, শিবলিঙ্গ, বাটখারা, প্রাচীন সোনা ও রূপার মুদ্রা, পোড়ামাটির চিত্রফলক, পাথর ও ব্রোঞ্জের মূর্তি, গুটিকা, অলংকার, বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহৃত ব্রোঞ্জ ও তামার তৈরি থালা-চামচ, লোহার তৈরি দা, কোদাল, কাঁচি, পোড়ামাটির প্রদীপ ইত্যাদি সংরক্ষিত আছে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন