পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

ভ্রমণ কাহিনী

শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ী
Kushtia (কুষ্টিয়া)

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর। কুঠিবাড়িটি ১৮১৩ সালে নির্মিত। মুলত জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর এইজমিটি কিনেছিলেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরও জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন। এটি এখন রবীন্দ্র বিজড়িত একটি স্থান। কুঠিবাড়িটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কুঠিবাড়ির বিভিন্ন কক্ষে সাজিয়ে রাখা হয়েছে সাহিত্যে নোবেল পুরষ্কার জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন আলকচিত্র। কবির স্বহস্তে লেখা কবিতা, আঁকা চিত্রকর্ম, নোবেল পুরস্কারের সনদ এবং এসময় প্রকাশিত ছবিসমুহও এখানে প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও তাঁর ব্যবহৃত একটি কাঠের চেয়ার, আরামকেদারা, হাতপাখা, আলনা, টেবিল, দুটি স্পীডবোট চপলা ও চঞ্চলা ইত্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে। ...... Read More../সম্পূর্ণ অংশ পড়ুন

1  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান